বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনের স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ( নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রী কলেজ ) তালিকা ও শিক্ষক-কর্মচারীদের নাম স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং জেলা শিক্ষা অফিসার / উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার/ থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই করে সংযুক্ত ছক মোতাবেক তথ্যাদি ২৮ মে ২০২০ মধ্যে পিডিএফ ফাইল করে নির্দিষ্ট ই-মেইলে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
আরও প্রকাশ থাকে যে, নির্দিষ্ট ছকে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর নামের ইংরেজি বানান এনআইডি কার্ডের অনুরুপ হবে এবং প্রদত্ত মোবাইল নম্বর এনআইডির সাথে মিল থাকতে হবে।
এ ব্যাপারে রাজশাহীর জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দিন বলেন, জরুরীভাবে এ সরকারী নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পত্র ও ছক প্রেরন করা হয়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে করতে পারবেন বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।