Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে কাঁঠালের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আটক ১

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ২:৩৮ পিএম

নাটোরের লালপুরে প্রতিবেশীর ছাগলের জন্য কাঁঠালের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান (৪০) নামের এক জনের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের ভাই আজিজুল হক বাঁদী হয়ে লোকমান হোসেন ঝন্টু নামে লালপুর থানায় মামলা দায়ের করলে লালপুর থানা পুলিশ লোকমান হোসেন ঝন্টু কে আটক করে আদালতে প্রেরণ করেছে। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার (২৪ মে) সাকালে উপজেলার নরুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিজান উপজেলার নুরুল্লাপুর গ্রামের বালুঘাট এলাকার মাহাতাব মন্ডলের ছেলে। আটককৃত লোকমান হোসেন ঝন্টু ঐ এলাকার আছমত সরকারের ছেলে।
স্থানীয় ও লালপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, আজ সকাল ৬ টার দিকে প্রতিবেশী লোকমান হোসেন ঝন্টুর কাছে কাজের পাওনা ৫ হাজার টাকা চাইতে যায় মিজান। এসময় ঝন্টু মিজানকে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল গাছের পাতা পাড়তে বলেন। ঝন্টুর কথায় মিজান কাঁঠাল গাছের পাতা পাড়তে গাছে উঠলে। অসাবধানতাবসত গাছের উপর দিয়ে যাওয় বিদ্যুতের তারের সঙ্গে মিজানের হাত স্পর্শ হলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ডালে আটকে মারা যায় মিজান।
খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রুহুল আমিনসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাঁঠাল গাছের দুই ডালে আটকে থাকা মিজানের মৃতদেহ উদ্ধার করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ‘খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের ভাই আজিজুল হক বাঁদী হয়ে লোকমান হোসেন ঝন্টু নামে লালপুর থানায় মামলা করেছে। পরে আসামী ঝন্টুকে আটক করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ