Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ৬:৩৭ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার উপজেলার ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনীর একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- নগরীর পাঁচলাইশ হামজারবাগ হিলভিউ এলাকার মো. হুসাইনের ছেলে মো. আবু বক্কর (২২) ও ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনীর মো. বিল্লালের ছেলে মো. সাঈদ (২৮)।
তাদের কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ৫ রাউন্ড খালি খোসা, ১৪টি রামদা, ১৩টি ছোরা, ৩টি চাপাতি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা করে আসছিলেন। তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ