Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে পিতার কাছে নেশার টাকা নাপেয়ে সন্তানের আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ১:১৬ পিএম

পিতার কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ার অভিমানে আত্মহত্যা করেছে মাদকাসক্ত ছেলে সোহান হোসেন (১৭)। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ঈশ্বরদী শহরের স্কুল পাড়ায়।
জানাগেছে, ঐ এলাকার বাবু হোসেনের ছেলে সোহান গতকাল তার পিতার কাছে মাদক সেবন করার জন্য এক হাজার টাকা দাবী করে। সোহান দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হওয়ায় প্রচুর টাকা নষ্ট করেছে ইয়াবা ও ফেনসিডিল খেয়ে। এজন্য তার পিতা টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বাদানুবাদ হয়ে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়ে সোহান। পরে রাগে অভিমানে ঘরের ডাবের ( আড়) সাথে রসি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এসংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্হলে গেলেও কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন হয়।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী বিপিএম পিপিএম জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ