বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথে শুক্রবার (২২ মে) করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে আরও ৬পুলিশ সদস্যের। এর মধ্যে রয়েছেন এসআই ১, পিএসআই ২, এএসআই ২ ও কনস্টেবল ১জন।
মঙ্গলবার (২০ মে ) ওই ৬জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে। নতুন শনাক্ত হওয়া ওই ৬ জনকে নিয়ে বিশ্বনাথ থানার ৮জন এসআই, একজন টিএসআই, ৪জন এএসআই, এবং ১৩জন কনস্টেবল সহ ২৬পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা: আব্দুর রহমান মুসা সহ এ পর্যন্ত বিশ্বনাথের আক্রান্তের সংখ্যা ৩১ জন। থানার এসআই নূর হোসেন নিজে সহ আরো ৫ জনের আক্রান্ত ঘটনা স্বীকার করেছেন। উপজেলা সদরের নিজ ভাড়া বাসায় আইসোলেশনে রয়েছেন তারা। শনিবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান বলেন, শুক্রবার রাতে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে (প্রশাসনিক কর্মকর্তা) প্রদত্ত রিপোর্ট অনুযায়ী করোনাভাইরাস পজিটিভ শনাক্ত করা হয়েছে বিশ্বনাথ পুলিশের আরও ৬সদস্যের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।