পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শনিবার রোজা ৩০ পূরণ শেষে আগামীকাল রোববার দেশটিতে উদযাপিত হবে ঈদুল ফিতর। আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্কসহ আরো অনেক দেশে আগামীকাল রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে সংশ্লিষ্ট দেশগুলোর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। আর অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।
করোনার প্রকোপে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সে কারণে অনেক দেশেই স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলেও জানিয়ে দিয়েছে। কিছু দেশ একেবারেই সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।