বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা করার দায়ে আট ক্রেতা ও ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আনিচুর রহমান বালী। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে বাউফল পৌরসভার হাই স্কুল রোড এলাকার জালাল মার্কেটে ও পরে নুরাইনপুর বাজারে ওই অভিযান পরিচালনা করেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে পৌরসদরের জালাল মার্কেটের দোকানীরা পালিয়ে যায়। পরে মার্কেট কিনতে আসা ৮ ক্রেতাকে পেয়ে তাঁদের প্রত্যেককে ৫’শ টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরে নুরাইনপুর বাজারে অভিযান পরিচালনা করে দোকান খোলা রাখার দায়ে সেখানের ৬ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে মোট ৩২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এর আগে করোনা সংক্রামন রোধে স্বাস্থ্যবিধি মেনে না চলায় গত মঙ্গোলবার থেকে অনির্দৃষ্টকালের জন্য ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ব্যাতীত উপজেলার সব ধরনের দোকান/ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শপিংমল বন্ধ রাখার নির্দেশনা জারি করেন উপজেলা প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।