Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবন বিনাশী তৎপরতা থেকে সরে আসুন- সাইফুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ৭:২৮ পিএম

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সুন্দরবন এবারও মায়ের মত করে ঝড়-জলোচ্ছ্বাস থেকে লক্ষ লক্ষ মানুষের জানমাল রক্ষা করেছে। সুন্দরবন ধ্বংসকারী প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য বিনাশী যাবতীয় তৎপরতা থেকে সরে আসার জন্যও তিনি সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, সুন্দরবন সব সময় নিজের বুক পেতে দিয়ে প্রাকৃতিক ভয়াবহ দুর্যোগ থেকে দেশবাসীকে বাঁচাছে। এবারও সুন্দরবন আমফানের প্রভাবে সৃষ্ট ঝড়-জলোচ্ছ্বাসকে অনেকখানি দুর্বল করে দিয়েছে। তা না হলে আরো মারাত্মক ধ্বংসযজ্ঞ দেখতে হত।
সাইফুল হক বলেন, ঘূর্ণীঝড় আমফান ও জলোচ্ছ্বাসে দেশের দক্ষিণাঞ্চলের দুর্গত ও নিঃস্ব কৃষক ও গ্রামীণ শ্রমজীবীদের অনতিবিলম্বে উপযুক্ত ত্রাণ সহযোগিতা, নগদ অর্থ প্রদান ও পুনর্বাসনের জন্য জরুরি ব্যবস্থা নিতেও তিনি সরকারের প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ