বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে সুপার সাইক্লোন আমফানের তান্ডবে আম লিচুতে প্রায় ১৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। লালপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, ‘আম্পানের আঘাতে উপজেলার ১৮শ হেক্টর আম, ১২৫ হেক্টর লিচু বাগানের ৪০ শতাংশ আম ওলিচু ঝড়ে গেছে এতে প্রায় ১৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও পাট, তিল, কলা, মুগডাল ও সবজি সহ মোট ২৬০৫ হেক্টর জমির ফসলহানি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কৃষি বিভাগ।’
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান,‘ সুপার সাইক্লোন আমফানের আঘাতে উপজেলায় আম ও লিচুতে প্রায় ১৭ কেটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও পাট, তিল,মুগডাল, কলা ও সবজিসহ মোট ২৬০৫ হেক্টর জমির ফসলহানির ধারনা করা হচ্ছে। তবে এই সকল জমিতে কি পরিমানের ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। মাঠ পর্যায়ে উপসহকারী কর্মকর্তারা ক্ষতির পরিমান নিরুপনে কাজ করছে। তিনি আরো বলেন, আবহাওয়া পরিস্কার হয়ে গেলে ও ফসলি জমির পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমান কম হবে বলে তিনি মনে করছেন।’
উল্লেখ্য, ‘গত বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে আজ (২১ মে) সকাল ৭টা পর্যন্ত আমফানের তান্ডবে একটানা ভারী বর্ষনের সঙ্গে প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে যায় লালপুরের উপর দিয়ে। এতে উপজেলার আমও লিচু বাগানের প্রচুর পরিমানে আমও লিচু ঝড়ে গেছে, ভেঙ্গে গেছে অনেক বাগানের আম ও লিচুর গাছ। ভারী বর্ষনে চলতি মৌসুমে চাষকৃত পাট, ভুট্টা, তিল ও মুগ ডাল ক্ষেতে পানি জমে গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা ও আধকাঁচা বাড়িঘর ভেঙ্গে গেছে উড়ে গেছে ঘরের চালা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।