Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ২৩ ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ৭:১৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি না মেনে দোকানপাট খোলা রাখায় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২৩ ব্যবসায়ীকে ১লক্ষ ৮০হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার আঠারবাড়ী বাজারে ১৩ ব্যবসায়ীকে ১লক্ষ ১৭ হাজার এবং ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ১ব্যবসায়ীকে ২হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
অপরদিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম আঠারবাড়ী বাজারে ৮ ব্যবসায়ীকে ৫৬ হাজার ৫শ এবং ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ১ব্যবসায়ীকে ৫হাজার টাকাসহ মোট ৬১হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।
এসময় ডাক্তার, র‌্যাব ও পুলিশ বাহিনী মোবাইল কোর্ট পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ