Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলের প্রতিটি মসজিদে একাধিক ঈদ জামাত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ৪:২৪ পিএম

করোনাভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে এবার দক্ষিণাঞ্চলের বেশীরভাগ মসজিদেই একাধীক ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। বড় মসজিদগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে এক ঘন্টার ব্যবধানে ৪টি জামাতও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে এবার বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ সহ দক্ষিণাঞ্চলের কোথাও উন্মুক্ত প্রান্তরে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
দক্ষিণাঞ্চলের বৃহত ঈদ জামাত অনুষ্ঠিত হবে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে সকাল সাড়ে ১০টায়। বরিশালের চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এর পর প্রতি ঘন্টায় একটি করে জামাত সাকাল সাড়ে ১০টায় শেষ হবে। নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, জামে বায়তুল মোকাররাম মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, কেন্দ্রীয় কারাগার মসজিদ, বটতলা হাজী উমর শাহ মসজিদ, করিম কুটির মসজিদ, বায়তুল মামুর মসজিদ, নবগ্রাম রোড-চৌমহনী মারকাজ মসজিদ, বাংলাবাজার মসজিদ, নথুল্লাবাদ মসজিদ, ফরেষ্ট্রার বাড়ী মসজিদ ও রূপাতলী হাউজিং মসজিদ সহ নগরীর প্রধান মসজিদগুলোতেই একাধীক জামাত অনুষ্ঠিতহচ্ছে। প্রায় সব মসজিদেই প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া চরমেনাই দরবার শরিফ মসজিদ, ছারছিনা দরবার শরিফ মসজিদ, পটুয়াখালীর হজরত ইয়ার উদ্দিন খলিফা দরবার শরিফ মসজিদ ও মোকামিয়া দরবার শরিফ মসজিদেও বড় উদ জামাত অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ