বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনির হোসেন মাঝি (৩৮) নামে এক কসমেটিকস ব্যবসায়ী নিহত হয়েছেন।গতকাল বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনির সদর উপজেলার মাকহাটি গ্রামের মৃত অপিজ উদ্দিনের পুত্র।
জানা যায় , আজ (বুধবার) সকালে দোকানে ৭/৮ জন যুবক পূর্ব ঘটনার জের ধরে এসে মনিরের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা দোকানের ভেতর থেকে মনিরকে টেনে হেচরে বাইরে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত:চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করে।
টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সদর উপজেলার মহেশপুর গ্রামের অটো চালক রাজু মিয়ার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তিনি জানান, মঙ্গলবার দোকানদারী করে রাজুর অটোতে করে মনির বাড়ি যাচ্ছিলেন। এই সময় অটোটি একটি সাইকেলকে ধাক্কা দেয়। এই নিয়ে সাইকেল আরোহীর সাথে রাজুর কথা কাটাকাটির সময় মনির সাইকেল আরোহীর পক্ষ নেয়। এই সময় রাজুর সাথেও মনিরের বেশ কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এর জের ধরেই সকালে দোকান খোলার পরই রাজু লোকজন নিয়ে মনিরের উপর হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।