প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টানা দুইমাস পরে পানভেলের ফার্মহাউস থেকে মুম্বাইয়ের গ্যালাক্সিতে নিজ ফ্ল্যাটে হাজির হয়েছিলেন সালমান খান। মূলত দীর্ঘদিন ধরে বাবা-মাকে দেখতে না পাওয়ার বিশাদেই ছুটে আসেন তিনি। ঈদের আগে বাবা-মায়ের সঙ্গে দেখা করে আবারও পানভেলে ফিরে গিয়েছেন ভাইজান।
ভারতে জুড়ে লকডাউন শুরু হলে নিজের বাগান বাড়িতে আটকা পড়েন সালমান। সে কারণে বাবা-মায়ের সঙ্গে দীর্ঘ সময় দেখা করতে পারেননি অভিনেতা। সম্প্রতি মুম্বাই প্রশাসনের অনুমতি নিয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এসেছিলেন তিনি। সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের সঙ্গে দেখা করে পানভেলে সেদিন রাতেই ফিরেন এ চিত্রতারকা।
সেখানে তিনি একাই নন, সঙ্গে রয়েছেন রোমানিয়ার বান্ধবী ইউলিয়া ভান্তুর এবং জ্যাকুলিন ফার্নাদেজ। কোয়ারেন্টিনের সময়টা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন সালমান। ইতোমধ্যে জ্যাকুলিনকে নিয়ে ´তেরে বিনা´ শিরোনামের একটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন তিনি। গানটি ইউটিউবে প্রকাশের পরে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।
এদিকে করোনা মোকাবিলায় পানভেলের দুঃস্থদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন বলিউড ভাইজান। এছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দিনমজুরদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা পাঠিয়েছেন সালমান খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।