পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে যোগদান করেছেনএ তথ্য জানানো হয়। বুধবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি ১৯৮৫ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন।
ব্যাংকিং ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তিনি শাখা, এরিয়া ও বিভাগীয় প্রধানসহ প্রধান কার্যালয়ের ফরেন ট্রেড, ইন্ডাস্ট্রিয়াল, জেনারেল ও রুরাল ক্রেডিট বিভাগে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। পেশাগত কাজে দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহন করেন। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৭ সালে পটুয়াখালীর বাউফল উপজেলায় জন্মগ্রহন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।