Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় দুর্ভোগের কবলে বন্যাদুর্গত ২০ হাজার পরিবার

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : শ্রাবণের বিরতিহীন বর্ষণ ও উজান থেকে আসা ভারতীয় পানির ঢলে ছোট বড় সব নদ ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ায় বন্যা দেখা দিয়েছে আর দুর্ভোগের মুখোমুখি হয়েছে হাজারো মানুষ।

বগুড়ার নদ-নদী গুলোর মধ্যে কাহালু ও দুপচাঁচিয়া দিয়ে বয়ে যাওয়া নাগর, শিবগঞ্জের গাং নৈ, বগুড়া ও শেরপুর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার নীচে থাকলেও ধুনট ও সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলা দিয়ে বয়ে যাওয়া বাঙ্গালী ও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । বিশেষ করে যমুনার পানি শনিবার বিকেলে এই রিপোর্ট লেখার সময় পানি উন্নয়ন বোর্ডের কাছে তথ্য নিয়ে দেখা যায় যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে যমুনার তীব্র স্রোতের কারণে ভাঙছে নদীর পাড় ।
প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুযায়ী সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ৩০টি ইউনিয়নের নিচু এলাকায় কমপক্ষে ২০ হাজার পরিবার পানি বন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন।
বন্যা কবলিত এলাকায় সর্দিকাশি ও উদরাময় জনিত রোগের প্রাদুর্ভাব হয়েছে । গবাদি পশুর খাদ্যাভাব দেখা দিয়েছে ।
বগুড়া-১ সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের উদ্যোগে অবশ্য ইতোমধ্যেই আড়াই বন্যা দুর্গত পরিবারের মধ্যে পরিবার প্রতি ২০ হাজার করে চাল বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ