বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপকুলীয়াঞ্চল খুলনা সাতক্ষীরা বাগেরহাটে বুধবার ভোর থেকেই বৃষ্টি আর দমকা হাওয়ার মধ্য দিয়ে চোখ রাঙাতে শুরু করেছে। ঘুর্ণিঝড় আমফান এখন উপকূলে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে।
সন্ধ্যার পর আঘাত হানতে পারে আমফান। ইতোমধ্যে এ অঞ্চলে মুশলধারে বৃষ্টিপাত সহ দমকা হাওয়া বইছে। দুর্বল ভেড়ীবাধগুলো আরো দুর্বল হয়ে পড়ছে। বিভিন্ন এলাকায় নারী পুরুষ মিলে স্বেচ্ছায় বাধ মেরামতের চেষ্টা করছে।
লাখ মানুষ দুপুরের আগেই সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। এখানেই তাদের ইফতার ও সেহরীর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এছাড়া এখনো উপকুলবর্তী এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রয়েছে।
আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজন জানান, একদিকে আমফান আর অন্যদিকে করোন ভাইরাস। এ যেন ‘মরার উপর খাড়ার ঘা’। তাদের মধ্যে করোনা সংক্রমণের ভীতি কাজ করছে। এখানে স্বাস্থ্য বিধি মানা সম্ভব হচ্ছে না।
আবহাওয়া অফিস জানায়, মংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বুধবার সন্ধ্যার পর প্রবল এই ঘুর্ণিঝড় উপকূল অতিক্রম করতে পারে। তখন এর বাতাসের শক্তি থাকতে পারে ঘন্টায় প্রায় দেড়শ কিলোমিটার।
এদিকে আমফানের প্রভাবে উপকুলের নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর রাতের জোয়ারে এই পানি আরো বাড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।