Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে বাবু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৯ বিজিবি ব্যাটালিয়নের তেলকুপি সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল আজমতপুর গ্রামের দিক থেকে টহল দিয়ে ক্যাম্পে ফিরছিল। এসময় তেলকুপি বাজারের কাছে পাগলা নদীর পাড়ে বাবু (২৪) ও জাহিদ (২৫) নামে দুই যুবক বসে ছিল। এসময় বিজিবির টহল দলের টর্চের আলো দেখে তারা দুজনই বিজিবির ভয়ে নদীতে ঝাঁপ দেয়। জাহিদ সাঁতরে কিনারাই উঠতে পারলেও বাবু নদীতে ডুবে যায়। পরে এলাকাবাসী বাবুকে রাতভর খোঁজাখুজির পরেও না পেয়ে শনিবার সকালে শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিস রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে রাজশাহী থেকে উমর ফারুকের নেতৃত্বে ডুবুরি দল শনিবার সকাল সোয়া দশটার দিকে নদী থেকে বাবুর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তেলকুপি ক্যাম্পের হাবিলদার জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না, তবে নদীতে এক যুবক মারা যাওয়ার খবর সকালে শুনেছেন। এদিকে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি, ঘটনাটি শুনেছেন বলে স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ