Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ ঘণ্টা পর কুয়াকাটায় নিখোঁজ প্লাবনের লাশ পাওয়া গেল

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ২:১৭ পিএম, ২৩ জুলাই, ২০১৬

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : অবশেষে দীর্ঘ ১৮ ঘণ্টা পর পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া প্লাবন আহম্মেদের (২০) লাশ জেলেদের জালে পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৫টার দিকে সৈকত থেকে প্রায় দেড় কিলোমিটার গভীর সাগরে স্থানীয় জেলে নূর জামালের জালে লাশটি আটকা পড়ে। এর পর তারা আবাসিক হোটেল সাগরকন্যা সংলগ্ন সৈকতে নিয়ে এসে পুলিশে খবর দেয়। শুক্রবার নিখোঁজের পর নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও মহিপুর থানা পুলিশ সমুদ্রে এবং সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ছেলের খবর শুনে তার বাবা মোশাররফ হোসেন এবং আত্মীয় স্বজনরা শনিবার ভোর রাতে কুয়াকাটা এসে পৌঁছেন। প্লাবনের বাবা ছেলের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছে। কারো সাথেই কোন কথা বলছেন না। সুরতহাল রিপোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ৯ টার দিকে লাশ নিয়ে মাগুরা সদর থানার বেল মোড় গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে।
মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে প্লাবন আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে টিউব (লাইফবয়া) নিয়ে একসঙ্গে দুই বন্ধু অন্যান্য লোকজনের সাথে কুয়াকাটা সমুদ্রে সাঁতার কাটতে নামে। এ সময় ঢেউয়ের আঘাতে প্লাবনের হাত থেকে টিউব ছুটে গেলে সে নিখোঁজ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ