পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম চেয়ারম্যান হিসেবে যোগদান করায় অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। গতকাল ব্যবস্থাপনার পক্ষে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। এ সময় তার সাথে ছিলেন জেনারেল ম্যানেজার এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান। তারা পুঁজিবাজার উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে ডিএসই’র পরিচালনা পরিষদের পক্ষে চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বিএসইসি’র এই নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান।
শেয়ারবাজারে কালো টাকা চান বিনিয়োগকারীরা
অর্থনৈতিক রিপোর্টার : মহামারি করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ বছরের জন্য কালো টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
নতুন অর্থবছরের ২০২০-২১ জাতীয় বাজেটে এ সুযোগ দেয়ার জন্য অর্থমন্ত্রী বরাবর ১৬ দফা সম্বলিত প্রস্তাব পাঠিয়েছে সংগঠনটি। সংগঠনের সভাপতি এ কে এম মিজান-উর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহাদাত উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গত ১৮ মে অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১০ সালে পুঁজিবাজারে যে মহা ধস শুরু হয়েছিল তা আজও অব্যাহত রয়েছে। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে বহু বিনিয়োগকারী আত্মহত্যা করেছেন, অনেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যারা বেঁচে আছেন তারাও অনেকে মানবেতর জীবন যাপন করছেন।
ঘূর্ণিঝড়ের কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ
স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় ‘আমফান’ এর কারণে বিভিন্ন রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি)। গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাটুরিয়া- দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-ল²ীপুর, ভেদুরিয়া-লাহারহাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকবে। পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ‹আমফান› আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপ নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।