বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে। গতকাল মঙ্গলবার আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা ৪১ জন। নতুন ছয়জনসহ সুস্থ হয়ে এ পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ১১৮ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে ৮শ ছাড়িয়েছে।
এদিকে অবশেষে করোনা চিকিৎসায় হাসপাতালের শয্যা বাড়ছে। গতকাল জেনারেল হাসপাতালে স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৈঠক শেষে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব ইনকিলাবকে বলেন, বৈঠকে জেনারেল হাসপাতালে আরও ৫০ শয্যায় চিকিৎসা শুরুর সিদ্ধান্ত হয়েছে। দশটি আইসিইউর সাথে ১১০ শয্যার পাশাপাশি কাল (বুধবার) থেকে ৫০ শয্যায় রোগী ভর্তি করা হবে।
চমেক হাসপাতালেও কাল থেকে পৃথক বøকে রোগী ভর্তি শুরু হবে। এছাড়া হলি ক্রিসেন্ট হাসপাতালে করোনা চিকিৎসার অনুমোদন দিয়েছে মন্ত্রনালয়। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শয্যা সঙ্কট কেটে যাবে বলে জানান তিনি।
তিনি জানান জেনারেল হাসপাতালের আইসিইউতে দুই জন এবং আইসোলেশনে আরও একজন করোনা রোগী মারা গেছেন। আইসিইউতে মারা যান নগরীর বন্দর এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৭৮) এবং নগরীর ব্যাটারি গলির ওমর ফারুক (৫৭)। করোনা পজেটিভ ছাড়াও তাদের অন্যরোগ ছিলো। আইসোলেশনে মারা যান আবদুল কাদের (৫৭)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।