Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১২:০১ এএম

রাজশাহীতে ভার্চ্যুয়াল কোর্টে ১৫৩ জন আসামি জামিন পেয়েছেন। রাজশাহীতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হওয়ার দ্বিতীয় দিন তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। শুরুতে ভার্চুয়াল কোর্ট নিয়ে আইনজীবীদের মধ্যে খানিকটা অনিহা ছিল। কারন অনেক সিনিয়র আইনজীবী প্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতা থাকায় এমন অনিহা। পরবর্তীতে জুনিয়র আইনজীবীদের সহযোগিতা নিয়ে তারা কার্যক্রমে অংশ নেন। রোববার থেকে রাজশাহীতে ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়। সোমবার রাজশাহী অ্যাডভোকেট বার সমিতি বিশেষ সাধারণ সভা করে ভার্চুয়াল কোর্টে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়। সভা শেষেই আইনজীবীরা ভার্চুয়াল কোর্টে অংশ নেন। যেসব সিনিয়র আইনজীবী প্রযুক্তিজ্ঞানে পিছিয়ে তাদের সহায়তা করছেন জুনিয়র আইনজীবীরা। তাদের আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় দিনেই ১৫৩ কারাবন্দী আসামি জামিন পেলেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালত ৩২ জন, মহানগর দায়রা জজ আদালত ২৫ জন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪৮ জন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪৮ জন আসামির জামিন মঞ্জুর করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ