Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রতিরোধে রোহিঙ্গা ক্যাম্পে সর্বোচ্চ ব্যবস্থা

আরআরআরসি মাহবুব তালুকদার

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১২:০১ এএম

রোহিঙ্গা ক্যাম্পে করোনা সংক্রমণ প্রতিরোধ প্রসঙ্গে আরআরআরসি মাহবুব আলম তালুকদার বলেন, উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা ও সম্ভব সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলেও এরপর দীর্ঘ ৬৬ দিন ধরে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কোন করোনা ভাইরাস রোগী পাওয়া যায়নি।

তিনি বলেন, গত ১৪ মে থেকে পরপর ৫ জন রোহিঙ্গা শরনার্থীর মধ্যে করোনাভাইরাস জীবাণু পাওয়া গেলেও তখন থেকে প্রশাসন এ বিষয়ে আরো নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর থেকে কঠোরতম অবস্থান নিয়েছে। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে করোনা ভাইরাস সংক্রামণ যেকোনভাবে নিয়ন্ত্রণে রাখা যায় ও সীমিত পর্যায়ে থাকে।
এ ব্যাপারে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত দেশের প্রশাসন ছাড়াও জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আইএনজিও এনজিও সংশ্লিষ্ট সকলের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।

উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর এর আর্থিক সহায়তায় ক্যাম্পের অভ্যন্তরে স্থাপিত ৫০ শয্যা বিশিষ্ট প্রথম অত্যাধুনিক ও পরিপূর্ণ কোভিড-১৯ হাসপাতাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার এ কথা বলেন।

সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে কক্সবাজার আরআরআরসি অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিমোর্ট চেপে ক্যাম্পে নব নির্মিত এ কোভিড হাসপাতালটির উদ্বোধন করেন আরআরআরসি। এটি কক্সবাজারের অভ্যন্তরে প্রথম কোন স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হলো।

গত সোমবার অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আরআরআরসি মো. শামসুছ দ্দৌজা, মোজাম্মেল হক, ক্যাম্প ইনচার্জ মো. ওবায়দুল্লাহ, ইউএনএইচসিআর-এর অফিসার ইনচার্জ ইনাকু টুকি, স্বাস্থ্য সমন্বয়কারী ডা. সান্দ্রা, উর্ধ্বতন কর্মকতা ইফতেখার উদ্দিন বায়েজীদ, ফুড ফর দ্যা হাঙ্গেরির প্রতিনিধি, আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর ভূঁইয়া প্রমুখ।

কক্সবাজারের সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে জাতিসংঘের অধীনে উখিয়ায় নির্মিত ২ শত বেডের করোনা আইসোলেশন হাসপাতালটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি ২১ মে উদ্বোধন হবে।
এছাড়াও ১১ লাখ রোহিঙ্গাদের করোনা চিকিৎসার জন্য ১ হাজার ৯ শ’ বেডের ১১টি পৃথক আইসোলেশন হাসপাতাল নির্মান কাজ শেষ হওয়ার পথে। ইতোমধ্যে ৮ শত বেডের হাসপাতাল নির্মান কাজ সমাপ্ত হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ