Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে করোনা সংক্রমণ প্রতিরোধের সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৮:৫৪ পিএম

ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে, এ বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক। শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহ্বুব এর সভাপতিত্তে এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্থানীয় সরকার উপ-পরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুনসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সভাপতি ও সাংবাদিকবৃন্দ। এ সভায় সকলের সম্মতিক্রমে দূরুত্ব বজায় রেখে ও সরকারি নিয়ম মেনে , ছোট শিশুদের বাড়িতে রেখে আগামি ২২ মে শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত দোকানপাট খোলার নির্দেশ দেওয়া হয়। একই সাথে ২৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য দোকানপার্ট ও সপিংমল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ