বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদের কেনাকাটা করতে গিয়ে মানুষজন ভুলেই গিয়েছিল মহামারী করোনা কাল চলছে। দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর মিছিল। কিন্তু তারপরও মানুষের মনে নেই কোন ভয়-ডর। ঈদের কেনাকাটা করতে পঞ্চগড় জেলা শহরের মার্কেটগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। বিশেষ করে কাপড়, জুতা আর কসমেটিক্সের দোকানগুলোতে পিঁপড়ার মত মানুষের ভিড় লেগেই থাকে। দোকানী বা খদ্দের-কেউ মানছে না স্বাস্থ্য বিধি। পাশ্ববর্তী জেলা ঠাকুরগাঁয়ে ঈদ কেনাকাটা বন্ধের পর তারাও মাইক্রোবাস আর অন্য যানবাহনে করে পঞ্চগড়ে আসছে কেনাকাটার জন। এ নিয়ে সোমবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলে। এ অবস্থায় টনক নড়ে প্রশাসনের। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরী বৈঠকে আজ বুধবার থেকে পঞ্চগড়ে ঈদ কেনাকাটার জন্য কাপড়, জুতা ও কসমেটিক্স’র সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।