বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে এক অটোচালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯মে) সকাল ১১টায় বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত চালকের নাম মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬)। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশান থানায়। সে দক্ষিন কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকায় ভাড়া থাকত। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই সুজন চন্দ্র বালা জানান, লোক মারফত খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং বালুর নিচ থেকে জবাইকরা অবস্থায় অটোচালক জাহাঙ্গীরের লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পেটেও দুইটি ধারালো ছুরির আঘাতের চিহ্ন ছিল। গত তিনদিন আগে নিহতের স্ত্রী জাহাঙ্গীরের নিঁখোজ হওয়ার বিষয়ে থানায় একটি জিডি করেছিলেন। জাহাঙ্গীরের স্ত্রী খবর পেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশের পরনের জামা-কাপড় দেখে লাশটি সনাক্ত করে। ধারনা করা হচ্ছে জাহাঙ্গীরকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোগাড়িটি ছিনতাই করে নিয়ে গেছে। তবে ছিনতাই হওয়া অটোগাড়িটি উদ্ধার হলেও এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে এখনো পুলিশ আটক করা পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।