Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ১২ ব্যবসায়ী ও ৬ পথচারীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৭:৪৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন ব্যবসায়ীরা দোকান খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করে ঘুরা ফেরা করায় ১২ব্যবসায়ী ও ৬পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন।
জানা যায়, সরকারি নির্দেশনা লঙ্ঘণ করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করায় সোমবার থেকে সকল বাজার বন্ধ রয়েছে। শুধু ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও জরুরি পরিসেবা প্রদান করা প্রতিষ্ঠান গুলো খোলা রয়েছে। কিন্তু গোপনে কিছু কাপড়ের দোকান ও কসমেটিকসের দোকান খোলা রেখে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছিলো। এমন খবর পেয়ে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান শুরু করেন। অভিযানের সময় দোকানের ভেতরে ক্রেতাদের প্রবেশ করিয়ে কাপড় বিক্রি করায় ১২ জন কাপড় ব্যবসায়ী ও অকারণে বাজারে ঘোরাফেরা করায় ৬ জন পথচারীকে ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে একটি স’মিল চালু থাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মোটর জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, সরকারি নিদের্শনা লঙ্ঘন করে দোকান খোলা রাখায় ১২ ব্যবসায়ীকে এবং মাস্ক ছাড়া অকারণে বাজারে ঘোরাফেরা করায় ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ