Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় সরকারি নির্দেশনা না মানায় নওগাঁয় ১০টি দোকানে ১২৫০০ টাকা জরিমানা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৫:৫৪ পিএম

নওগাঁয় করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান এবং ঔষধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ গত ১৬ই মে গনবিজ্ঞপ্তির মাধ্যমে দেন ব্জেলা প্রশাসন।
ঈদের বাজারে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অনেক দোকান মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জমায়েত করে তার বেচাকেনা করে যাচ্ছে। আজ ১৯মে দুপুরে শহরের কাপড়পট্টি এবং গীতাঞ্জলী শপিং মলে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাসিন রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ১০টি দোকানকে মোট ১২৫০০ টাকা জরিমানা করেন । এসময় শপিং মলে অবস্থান রত সকল দোকান মালিককে সতর্ক পুর্বক পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে নওগাঁ জেলা পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ