Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁ সদরে কৃষি অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৫:৫৩ পিএম

নওগাঁ সদরে ডিজিটাল ব্যবস্থাপণায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে ধান কেনার জন্যে কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপূরে নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাহের হাসান, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকতা আতিকুল ইসলাম, শাহ পরান নয়ন,সহ খাদ্য, কৃষি বিভাগ, কৃষকগণ ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন। নওগাঁ সদর উপজেলায় ২৫ মার্চ থেকে ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে আবেদন শুরু হয়। আবদেন মেয়াদ শেষ দিন ১৬ মে পর্যন্ত সদরের ২৪ হাজার ৩৫৮জন কৃষক আবেদন করেন। এদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন কৃষক ধান সরকারি গুদামে বিক্রির জন্যে আবেদন করেন। আর লটারির মাধ্যেমে ৮ হাজার ৮৬৪ জন কৃষক নির্বাচিত হন। চলতি বোরো মৌসুমে তিন স্তরের কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৬৬ মেট্রিক টন ধান কেনবে সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ