বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজের গাড়িতে হামলা চালায়ে তার গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। তবে এতে তিনি অক্ষত থাকলেও তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ হামলা চালায় ফকির নিটওয়্যারের শ্রমিকরা।
জানা যায়, সকালে বকেয়া বেতন-বোনাসের দাবিতে ফতুল্লার কায়েমপুরের ফকির নিটওয়্যারের শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় এ পথে নিজের দায়িত্ব পালনের জন্য আসছিলেন সিভিল সার্জন। জরুরি প্রয়োজন থাকায় তিনি অবরোধের মধ্যেই তার গাড়িটি যেতে অনুরোধ করে এগোতে থাকলে হঠাৎ করে শ্রমিকরা তার গাড়ি ভাঙা শুরু করে। পরে তিনি দ্রুত ওই স্থান ত্যাগ করেন।
এ ব্যাপারে ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আমি সকালে দায়িত্ব পালনের জন্য অফিসে আসার সময় ফকির নিটওয়্যারের শ্রমিকরা সড়কে আমার গাড়িতে হামলা চালায়। তারা কোনো একটা দাবিতে অবরোধ করে রেখেছিল সড়ক। আমার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত রয়েছি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হবে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শ্রমিকরা না বুঝে হামলা করেছে। আমিও বিষয়টি শুনেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।