বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে ঈদের আগে আর কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যতিত কাউকেই জেলায় প্রবেশ করতে কিংবা বের হতে দেওয়া হবে না। ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা মুন্সীগঞ্জের পথে যারা রয়েছেন তাদের ফিরে যেতে হবে। নারায়ণগঞ্জ দিয়ে কোনোভাবেই ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এসব কথা জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।
তিনি জানান, নারায়ণগঞ্জকে লকডাউন করা হয়েছে, এখন এটি মানতে হবে। বাইরের কোনো কিছু জেলায় আসবে না, জেলার কোনো কিছু বাইরে যাবে না। এ নির্দেশনা মানতে সর্বোচ্চ কঠোরতা থাকবে। যারা বিভিন্ন প্রবেশ পথে যানবাহন নিয়ে অপেক্ষা করছেন তাদের অবশ্যই ফিরে যেতে হবে। ঈদের আগে ও পরে কোনো ধরনের আগমন বা বর্হিঃগমন একেবারেই বন্ধ থাকবে। মঙ্গলবার থেকেই এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।