বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ ঘূর্ণীঝড় আমফান এর কারণে শিমুলিয়া-কাঠাদিয়া রুটে ফেরী চলাচল বন্ধ থাকলেও ঘরমুখী দক্ষিণাঞ্চল গামী ১০/১২ হাজার যাত্রী পারাপারের অপেক্ষায় মাওয়া ঘাট এলাকায় অবস্থান করছে। আটকা পড়ে আছে ৪ শতাধিক পণবাহী ট্রাক প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ জানান, ঘূর্ণীঝড় আমফান এর কারণে শিমুলিয়া-কাঠাদিয়া রুটে ফেরী চলাচল বন্ধ রয়েছে।এদিকে মাওয়া ঘাটে পারাপারের জন্য আজও বিভিন্ন ভাবে ঘরমুখী দক্ষিণাঞ্চল গামী যাত্রীরা আসতে থাকে। ফেরী চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাট এলাকায় কয়েক হাজার নারী পুরুষ যাত্রী পরাপারের জন্য অপেক্ষা করছে । কয়েক হাজার যাত্রী ঘাটে নোংগর করা ফেরীতে উঠে আছে। আটকা পড়ে আছে ৪ শতাধিক পণবাহী ট্রাক প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। গণপরিবহন বন্ধ থাকায় অনেকে ফেরৎও যেতে পারছে না। পুলিশ সারাদিন যাত্রীদের বিশেষ ব্যবস্থায় ঢাকামুখী ফেরৎ পাঠায়। গতকাল (সোমবার) আটকা পড়া কয়েক হাজার যাত্রী ফেরীঘাটে খোলা আকাশের নীচে এবং আশপাশ এলাকায় অবস্থান করে গভীর রাতে এবং সকালে পণ্যবাহী ট্রাক, পিক-আপ এবং জরুরী প্রয়াজনের অন্যান্য যানবাহন নিয়ে ফেরী চলাচল করলে তারা পার হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।