Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে টিসিবি’র পণ্য বিক্রয়ে অনিয়ম, পণ্যসহ ট্রাক জব্দ!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৪:২০ পিএম

নাটোরের লালপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রয়রে সময় পণ্য সামগ্রী না থাকায় পণ্যসহ বিক্রয়ের কাজে ব্যবহৃত ট্রাকজব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোপালপুর পৌরসভার আজিমনগর রেলওয়ে স্ট্রেশন এলাকায় টিসিবির পণ্য বিক্রয়ের সময় নিয়ম অনুযায়ী পণ্য না পেয়ে টিসিবির পণ্যসহ ট্রাক জব্দ করেন লালপুর উপজেলা নির্বাহী উম্মুল বানীন দ্যুতি।
স্থানীয় সূত্রে জানাগেছে, ‘গত কয়েক দিন থেকে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের সময় নিয়ম অনুসারে কম রাখা হচ্ছে, মঙ্গলবার সকাল স্ট্রেশন এলাকায় টিসিবির পন্য বিক্রয় করতে আসলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল থকে ডিলার শরিফুল ইসলাম কার্তিক কে ফোনে জিজ্ঞাসা করে টিসিবির পণ্য সামগ্রী কম আছে কি না..? জবাবে তিনি বলেন আমাদের কোন পণ্য কম নেই।’
পরে তাদের সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে তদন্ত করার সময় বোতলজাত ৩৮ লিটার সয়াবিন তেলসহ, ৬০ কেজি পিঁয়াজ নিয়ম অনুসারে কম পাওয়া যায়। এছাড়া যেখানে ১৬ বস্তা চিনি থাকার নিয়ম থাকলেও খালি চিনির ১৭ টি বস্তা দেখানো হয় আর ডাউলের হিসাব পাওয়া যায়নি। পরে বিষয়টি তদন্ত করে পণ্য সামগ্রী না থাকায় ট্রাকসহ মালামাল জব্দ করে লালপুর থানায় হস্তাতর করেন ইউএনও।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ‘ডিলারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পৌর এলাকায় খোলাবাজারে টিসিবির পণ্য সমগ্রী বিক্রয়ে অনিয়ম হওয়ায় পণ্যসহ ট্রাক জব্দ করে থানায় হস্তাতর করা হয়েছে। ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ