Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবের সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাঁই

প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৪:১৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার(১৯ মে) দুপুর ১টায় অগ্নিকান্ডটি ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
জানা যায়, ১৯ মে মঙ্গলবার দুপুর ১টার সময় বাজারের সালাউদ্দিন এর সাইকেল দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তবে বিদ্যুৎ এর সর্টসার্কীট থেকে আগুনের সূত্র বলে ধারণা করা হচ্ছে।
সাইকেলের দোকানদার সালাউদ্দিন জানান, আমার দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার মালাল ছিল। আমি এখন নিস্ব। পাশের ঔষধের দোকানদার শাহআলম বলেন, আমার দোকানের ১০ লাখ টাকার মাল পুরে শেষ হয়ে গেছে। হাডওয়্যারের দোকান মালিক আব্দুল মান্নান বেপারি জানান, তার দোকানের ৬০ লাখ টাকার মালামাল ছিল যা পুরে যায়। এছাড়াও আশেপাশের কয়েকটি দোকানের মালামাল ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসকে খবর দিলে ১ টা ২০ মিনিটে এসে পৌছে। মতলব থেকে আসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আাশাদুজ্জামান বলেন, আমি খবর পাওয়ার পর তাৎক্ষনিক ১৯ জনের একটি টিম নিয়ে উপস্থিত হই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।
খবর পেয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত, থানা পুলিশ ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের সহযোগিতার করার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ