Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর গলাচিপায় আড়াই হাজার টাকার নামের তালিকা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৪:১৫ পিএম

পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রী ঈদ উপহার আড়াই হাজার টাকার নামের তালিকা অনিয়ম নিয়ে পাল্টাপল্টি সংবাদ সম্মেলন হয়েছে।
আজ উপজেলা আওয়ামী কার্যালয় সংবাদ সম্মেলন করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল। সংবাদ সম্মেলনে পৌর মেয়র নামের তালিকা করার ক্ষেত্রে অনিয়ম, স্বজনপ্রীতি, দূর্নীতি ও ওয়ার্ডে জনসংখ্যা আনুপাতিক হার না মানার অভিযোগ তুলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহসভাপতি হাজী মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মু.সাহিন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রনো, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো.নিজাম উদ্দিন তালুকদার, কাউন্সিলর আবুল বাশার প্রমুখ।
অপরদিকে স্থানীয় পৌর কার্যালয় পাল্টা সংবাদ সম্মেলনে পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন,একটি বিশেষ মহল রাজনৈতিক ভাবে আমাকে হেও করার জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নামের তালিকা নিয়ে অভিযোগ তুলছে। তালিকা স্ব-স্ব কাউন্সিলর প্রস্তুত করেছে। তারপরেও কোন ভুল হলে কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আঞ্জুমানারা করুনা, কাউন্সিলর সুশিল চন্দ্র বিশ^াস, রাফিকুল ইসলাম, মো.সোহাগ, আখিঁ হাওলাদার, মো.শাহিন মিয়া, সাহিদা বেগম, শাহিদা বেগম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ