Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলের লক্ষাধিক হেক্টর জমির বোরো ধান কাটা বাকি

আমফান আঘাত হানছে বুধবার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১:৩০ পিএম | আপডেট : ১:৩৭ পিএম, ১৯ মে, ২০২০

দক্ষিণাঞ্চলের ১১ জেলায় লক্ষাধীক হেক্টর জমির বোরো ধান কাটা বাকি থাকার মধ্যেই ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে । মঙ্গলবার দুপুর পর্যন্ত উপক’লভাগ সহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু না হলেও আকাশে ছিল মেঘের ঘনঘটা। আম্পানে ভর করে দক্ষিণাঞ্চল যুড়ে ভারি থেকে অতি ভারি বর্ষনের সতর্কতা জারি করে আবহাওয়া বিভাগ। উপরন্তু এ ঘূর্ণিঝড়ে ভর করে সাগর ফুসে উঠায় উপক’লের বিভিন্ন এলাকা স্বাভাবিক জোয়োরের চেয়ে ৪-৬ ফুট জলোচ্ছাসে প্লাবিত হবার শংকার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

ফলে দক্ষিণাঞ্চলের কৃষকের কপালে দুঃশ্চিন্তার ভাজ ক্রমশ গভীর হচ্ছে। তবে দক্ষিন বঙ্গোপসাগরে আম্পান ঘূর্ণিঝড়ে পরিনত হবার সাথেই দক্ষিণাঞ্চলের সব জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর মাঠে মাঠে দ্রুত ধান কাটার জন্য কৃষকদের উদ্ভুদ্ধ করায় ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। কিন্তু নতুন বিপত্তি সৃষ্টি হয়েছে এ কৃতনকৃত ধান মাড়াই সহ তা সংরক্ষন নিয়ে।
অপক্ষোকৃত নিচু এলাকা দক্ষিণাঞ্চলে বোরো আবাদ যেমনি বিলম্বিত হয়, তেমনি এর কর্তন হয় দেরিতে। সে নিরিখে এ অঞ্চলে জৈষ্ঠের মধ্যভাগের আগে কখনোই বোরো ধানকাটা শেষ হয়না। কিন্তু এবার আম্পানের হাত থেকে রক্ষায় আগাম ধান কাটা শুরু হলেও তা পরিপক্কতা অর্জন না করায় চালের গুনগত মান নিয়েও সংশয় সৃষ্টি হচ্ছে। উপরন্তু এসব ধান যত দ্রত কর্তন সম্ভব হয়েছে, পরিপক্কতা অর্জন না করায় তা মাড়াই করা নিয়ে যেমনি সংকট সৃষ্টি হচ্ছে, তেমনি সংরক্ষনও কঠিন হয়ে পড়বে। উপরন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত বরিশাল বিভাগের ৬টি জেলায় প্রায় ১৭% ও ফরিদপুর অঞ্চলে আরো প্রায় ১৮% বোরা ধান মাঠ রয়েছে।
কৃষি সম্প্রসারন অদিদপ্তরের মতে এবার বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর ও বৃহহত্বর ফরিদপুরের ৫ জেলায় আরো প্রায় দেড় লক্ষাধীক হেক্টর জমিতে বোরো আবাদের মাধ্যমে প্রায় ১৭ লাখ টন চাল পাবার লক্ষ নির্ধারন করেছে কৃষি মন্ত্রনালয়। কিন্তু আম্পান কৃষকের সে আশা পুরনে কতটা বাধা হয়ে ওঠে তা নির্ভর করছে ঐ ঝড়ের তীব্রতা ও ক্ষয়ক্ষতির ওপর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ