পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোভিড-১৯ সনাক্তের পরীক্ষার জন্য সামাজিক দূরত্ব ভেঙ্গে আর নয় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি। করোনা সংক্রমণ পরীক্ষায় দুর্ভোগ আর ভিড়ের মধ্যে সংক্রমণ ঝুঁকি কমাতে ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ পদ্ধতি চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ। এখন থেকে অনলাইনে একটি ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ে গিয়ে পুরনো বেতার ভবনের নিচ তলায় ফিভার ক্লিনিকে সেবা নেওয়া যাবে। দ্বিতীয় তলায় কোভিড-১৯ ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নমুনা জমা দিতেও একই নিয়ম প্রযোজ্য হবে। গতকাল শুরু হয়েছে এই কার্যক্রম।
জানতে চাইলে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ইনকিলাবকে বলেন, এখানে রোগীরা যেভাবে ভিড় করে, তাতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। লাইনে দাঁড়ানোর কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। এ কারণেই আমরা এ পদ্ধতি চালু করেছি। এখন নিবন্ধন ছাড়া যারা আসবেন আগামী এক সপ্তাহ তাদের মধ্যে কিছু মানুষকে সেবা দেব। এরপর যারাই সেবা নেবেন, অনলাইনে নিবন্ধন করে আসতে হবে।
বঙ্গবন্ধু মেডিকেলের ফিভার ক্লিনিকে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ নমুনা সংগ্রহের সক্ষমতা থাকলেও সেখানে করোনাভাইরাস পরীক্ষার জন্য জড়ো হন হাজার হাজার মানুষ। রোজা রেখে অসুস্থ শরীরে রোদের মধ্যে রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে। দীর্ঘ সময় অনেক মানুষের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল বলে যারা আক্রান্ত নন, তাদেরও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদমাধ্যমে। ছবি আর ভিডিওতে তুলে ধরা হয় মানুষের ভোগান্তির চিত্র। সেই ভোগান্তি লাঘবেই এবার ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ ব্যবস্থা এল।
জানা গেছে, নতুন নিয়মে ফিভার ক্লিনিকে চিকিৎসকের পরামর্শ পেতে হলে আগের দিন অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন কার্যক্রম শুরু হবে প্রতিদিন সকাল ৮টা থেকে। অনলাইনে পাওয়া অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ সেবা নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন অ্যাপয়েন্টমেন্টর নিবন্ধন ফরম পাওয়া যাবে। সেখানে বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের পর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট মোবাইল ফোন থেকে এসএমএসে সাক্ষাতের সম্ভাব্য সময় জানিয়ে দেওয়া হবে। ওই সময় অনুযায়ী ফিভার ক্লিনিকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এসএমএস দেখিয়ে চিকিৎসাসেবা নেওয়া যাবে। কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্যও একই পদ্ধতি কার্যকর হবে। কেউ নিবন্ধন করে ফিভার ক্লিনিকে যাওয়ার পর ডাক্তার যদি মনে করেন তার নমুনা পরীক্ষা প্রয়োজন, তাহলে ওই সময়ই তা নিয়ে নেওয়া হবে। আলাদা নিবন্ধন লাগবে না।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং পুলিশ সদস্যরা নির্ধারিত কোটায় পরের দিনের সাক্ষাতের জন্য নিবন্ধন করতে পারবেন। যারা বিশেষ কোটায় অ্যাপয়েন্টমেন্ট পাবেন, চিকিৎসাসেবা নেওয়ার সময় তাদের পরিচয়পত্র দেখাতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।