Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারপতি শশাঙ্ক শেখর করোনায় আক্রান্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০১ এএম

হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্কক শেখর সরকার করোনা আক্রান্ত হয়েছেন। গত ১১ মে তার করোনা পজেটিভ ধরা পড়ে। তারপর থেকে তিনি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, গত ৮ মে থেকে তিনি করোনা আক্রান্ত হন। প্রথম দিকে শরীরে জ¦র ও গলায় কাশি অনুভব করেন। ১০ মে সুপ্রিম কোর্টে বিচারপতিগণের ভিডিও কনফারেন্সে বৈঠক ছিলো। কিন্তু জ¦র-কাশি বেশি হওয়ায় তিনি ওই কনফারেন্সে যোগ দিতে পারেননি। ১০ মে তিনি করোনা টেস্ট করাতে রক্ত দেন। ১১ মে টেস্টের রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ আসে। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। স্বাস্থ্য-পরিস্থিতির আরও অবণতি হলে ১৩ মে তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। আগামি ৩১ মে তার বিচারপতি হিসেবে ২ বছর পূর্ণ হবে। এর আগে তিনি সরকারের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ