Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় ২শত আশ্রয় কেন্দ্র প্রস্তুত

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৭:৫২ পিএম

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ২শত আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অফিস থেকে ইতোমধ্যে জেলায় ৭নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এতে উপকূলে বসবাসকারী মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় জেলা প্রশাসকের করার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ২ টি ও প্রতিটি উপজেলায় ১টি হট লাইন চালু করা হয়েছে। দুযোর্গ পরবর্তী সময়ে রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা ঠিক রাখার জন্য ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ প্রস্তুতি নিচ্ছে।

২০০টি র্ঘূণিঝড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্র গুলোতে থাকতে পারে সে ব্যাবস্থা করা হবে, এবং পর্যাপ্ত ত্রন মজুদ রয়েছে বলে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান।
গবাদি পশুর জন্য আলাদা ভাবে আশ্রয় ও তাদের জন্য ও খাবার ব্যাবস্থা রাখা হবে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ