Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীসহ পাবনা জেলার সকল দোকান ও শপিংমল বন্ধ ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৭:৪৩ পিএম

সরকারি নির্দেশনা মেনে বেচাকেনা না করায় ক্রেতা সমাগম অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে করোনা সক্রমন ছড়িয়ে পড়ার আশংকায় ঈশ্বরদীসহ পাবনা জেলার সকল মার্কেটের দোকান শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ আজ সোমবার এক বিশেষ নির্দেশ জারির মাধ্যমে দোকান শপিংমল বন্ধ ঘোষণা করেন।
শুধুমাত্র ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রি বেচাকেনা এনির্দেশের আওতায় পড়বে না। জেলা প্রশাসকের ঘোষণা আজকে থেকে কার্যকরী হবে বলে নির্দেশনায় জানাগেছে।
জেলা প্রশাসনের বরাত ঈশ্বরদীসহ পাবনার নয়টি উপজেলা প্রশাসন একই ঘোষণা জারি করেছেন।
এদিকে জেলা প্রশাসনের এই ঘোষণায় সচেতনমহল জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে বলেছেন এটা সময়োপযোগী যুগান্তকারী সিদ্ধান্ত। এতে করোনা সংক্রমণ রোধে সহায়ক ভূমিকা পালন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ