বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৯ব্যবসায়ীসহ ১০পথচারীকে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন।
সরকারি নির্দেশনা মোতাকেব স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনা না করায় ৯ব্যবসায়ীদের ৬৩হাজার এবং মাস্ক ব্যবহার না করায় ১০পথচারীদের ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষের ভীড় বাড়তে থাকে। কিছু কিছু দোকান গোপনে খোলে ভেতরে ক্রেতা রেখে পন্য বিক্রয় করছিল। তাছাড়া বিভিন্ন দোকান স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। বাজারে যত্রযত্র মাস্ক ছাড়া চলাফেলা করছিল সাধারণ মানুষ। ওই অবস্থায় দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে নামেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, সরকারি নির্দেশনা মোতাকেব স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনা না করায় সরকারি আইন ভঙ্গের কারণে ব্যবসায়ীদের ও পথচারীদের জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।