Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ঘূর্ণিঝড় ‘আমফান’ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৫:৪০ পিএম

আজ সোমবার জেলা প্রশাসক, কুষ্টিয়া মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘আমফান’ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান, জেলা পরিষদ, কুষ্টিয়া, উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুষ্টিয়া, পুলিশ সুপার, কুষ্টিয়া এর প্রতিনিধি, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, র‍্যাব এর প্রতিনিধি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কুষ্টিয়াসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

সভায় জানানো হয়, আগামী ১৯ মে ২০২০ রাত ২ঃ০০ টার দিকে ঘুর্ণিঝড় ‘আমফান’ উপকূলীয় জেলা ও তার পার্শ্ববর্তী জেলাসমূহে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এই ঝড় সিডরের মত ক্ষয়ক্ষতি সাধন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।প্রয়োজনে স্থানীয় স্কুল কলেজগুলোকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যাবহার করতে হবে।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। সবাইকে মোবাইল ফোন বা সম্ভাব্য অন্যান্য যন্ত্রে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখতে অনুরোধ করা হলো।

ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হলে এবং খাদ্যের সংকট হলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নম্বরঃ ০১৭২৩-৩২০৯৬৪ তে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

একই সাথে সবাই করোনা বিষয়ে সাবধান থাকবেন। সামাজিক দূরত্ব মেনে চলুন। অতি-প্রয়োজনীয় না হলে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ