Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রতিরোধে কুষ্টিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে জীবাণুনাশক টানেল স্থাপন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৫:৩৭ পিএম

কোভিড-১৯ এ সংক্রমনে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হওয়া লোকজনের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাস এর ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক তত্বাবধায়নে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা এন এস রোডের বক চত্বরে এই জীবানুমুক্ত করন টানেল উদ্ধোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২১ পদাতিক বিগ্রেডের বিগ্রেড কমান্ডর বিগ্রেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এ টানেলের মধ্য দিয়ে পথচারি, রিক্সা, ভ্যান, মোটরসাইকেলসহ মাঝারি আকৃতির গাড়িগুলো জীবানুমুক্ত হয়ে শহরে প্রবেশ করতে পারবে।বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস জানিয়েছেন, জরুরী প্রয়োজনে যারা ঝুঁকি নিয়ে বাইরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ