বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত লুৎফুর রহমান পাটওয়ারীর সহধর্মীনি ও চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য খোদেজা রহমান। রোববার দিবাগত রাত ১১টার দিকে তিনি শহরের প্রিমিয়ার হাসপাতালে মারা যান (ইন্না…রাজেউন)। পরে সোমবার ভোর ৪টার দিকে তার নমুনা সংগ্রহ করা হয়।
তার স্বজনরা জানান, রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে আনার পরপরই মারা যান তিনি। তিনি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন।
খোদেজা রহমান জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, আমরা তার স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি তিনি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। পরে আমরা তার নমুনা সংগ্রহ করি। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ব্যবস্থা অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আমরা তার মৃত্যুর আগে অসুস্থতার বিষয়ে জানতাম না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।