বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তীলক পাল (২৮) ও সুমন (১৮) নামের দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাত নয়টার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির তুলাতলী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় তানজিল (২৪) নামের আরও এক যুবক। নিহত তীলক পৌর শহরের ইসলামপুর এলাকার সমীর পালের পুত্র এবং সুমন নাচনাপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে।
আহতদের স্বজন এবং পুলিশ সুত্রে জানা যায়, তীলক কলাপাড়া পৌর শহরের একটি কাচা মালের আড়তে ম্যানেজার হিসেবে দায়ীত্বরত ছিলেন। দুর্ঘটনার সময় বাবলাতলা বাজার থেকে কালেকশন করে তারা তিনজন এক মটোরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় তুলাতলী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছলে মটোরসাইকেলের সামনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে তিনজনই সড়কে পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তীলক পালকে মৃত ঘোষনা করেন। গুরতর আহত সুমন এবং তানজিলকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে রাত বারোটার টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, কোন অভিযোগ না থাকায় তীলক ও সুমনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।