Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১ লক্ষ টাকা জরিমানা

হিলি (দিনাজপুর) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৩:০৮ পিএম

হিলিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ১ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আব্দুর রাফিউল আলম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে তিনি জানান,স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা এবং অন্য এলাকা থেকে শপিং করতে আসা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ১৮টি মামলায় ১ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় ও ঈদুল ফিতরকে সামনে রেখে ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ