Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমিত ব্যাংকিং সেবায় ভোগান্তিতে গ্রাহক

কম সংখ্যক কর্মকর্তায় সেবা দিতে হিমশিম খাচ্ছে শাখা : নিশ্চুপ কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ লাইন, তীব্র রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে : ঈদের সময়ে বেতন-বোনাস প্রদান নিয়ে বিপাকে

হাসান সোহেল | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০১ এএম | আপডেট : ১২:০৬ এএম, ১৮ মে, ২০২০

করোনায় টালমাটাল বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। তবে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউনের মধ্যে তাদের অর্থনীতিকে স্বাভাবিক রাখতে ব্যাংক ব্যবস্থা পুরোদমে চালু রেখেছে। এছাড়া তাদের অনলাইন ব্যাংকিং ব্যবস্থাও অনেক উন্নত। কিন্তু বাংলাদেশে চিত্রটা ভিন্ন। সামনে ঈদ। বর্তমান দুর্যোগে ত্রাণ কার্যক্রম, রোজার মাসে দেশের ধনিক শ্রেণীর যাকাত আদায়ে বড় অঙ্কের লেনদেন এবং ঈদ কেন্দ্রিক প্রবাসীরা বাড়তি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

অনেক বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস দিবেন। এতে বেড়েছে অর্থের প্রবাহ। কিন্তু এই সময়ে অর্থনীতিকে চাঙ্গা রাখার অন্যতম নাম ব্যাংকিং খাত গ্রাহকদের হতাশ করেছে। সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলায় দীর্ঘ লাইনের ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। রোজা রেখে তীব্র রোদের মধ্যে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের।

গতকাল রোববার মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। মতিঝিলে উত্তরা ব্যাংকের লোকাল ব্রাঞ্চের সামনে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা কামরুন্নাহার জানান, সকাল ১১টায় এসে লাইনে দাড়িয়েছি। দেড়টা বেজেছে অথচ এখনও ব্যাংকের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। রাজধানীর বেশীরভাগ ব্যাংকেই দেখা যায় এমন দীর্ঘ লাইন। তবে ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গ্রাহক ভোগান্তি রোধের ব্যাপারে একবারেই নিশ্চুপ।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তা ইনকিলাবকে বলেন, একটি ব্রাঞ্চে সর্বোচ্চ ৫ জন কর্মকর্তা অফিস করছেন। অধিকাংশ ব্যংাকের ছোট ব্রাঞ্চে ৩ জন কর্মকর্তা দিয়ে ব্যাংকের কার্যক্রম চলছে। অনেক ব্রাঞ্চ আবার সপ্তাহে মাত্র ১ দিন বা দুই দিন খোলা। তাই যেসব শাখা খোলা আছে ওই শাখায় সব গ্রাহকের ভীড়।

তিনি বলেন, সীমিত সংখ্যক কর্মকর্তা দিয়ে ব্রাঞ্চ চালানোয় ঈদের সময়ে এই সার্ভিস দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। গ্রাহকরাও ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি দেখে খারাপ লাগছে। তাই এই সময়ে ব্যাংক কর্মকর্তাদের সংখ্যা ও শাখা খোলার প্রতি নজড় দেওয়া উচিত।

সূত্র মতে, ঈদ কেন্দ্রিক মানুষের ব্যাংক থেকে ব্যাপক অর্থ উত্তোলন এবং আমানত রাখার পরিমান বেড়েছে। কিন্তু ব্যাংকিং খাত গ্রাহকদের হতাশ করেছে। পাচ্ছেন না স্বাভাবিক সেবা। অথচ অন্যান্য ঈদের আগে সন্ধ্যা ৬টা পর্যন্তও ব্যাংক খোলা রাখতে হতো। একই সঙ্গে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা হয়।

বর্তমানে গত প্রায় দুই মাস ধরে সীমিত পরিসের ব্যাংকিং কার্যক্রম চলমান থাকায় দেশের অর্থনীতিতে এক ধরণের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শুধু রুটিন কাজ টাকা দেওয়া-নেওয়ায় ব্যস্ত আছে ব্যাংকাররা। তাও আবার সীমিত সংখ্যক কর্মচারী এবং অধিকাংশ শাখাই বন্ধ রাখা হয়েছে। তাই বেড়েছে গ্রাহকদের ভোগান্তি।

টিকাটুলী মোড়ের একটি বেসরকারি অফিসের প্রধান হিসাব কর্মকর্তা জানান, হাটখোলা রোডে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে তার অফিসের কমকর্তা-কর্মচারীদের বেতনের হিসাব। ঈদের সময় বেতন-বোনাস দিবেন। কিন্তু তিনি জেনেছেন এই সপ্তাহেই শাখা খোলা হবে না। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। বেতনের হিসাব হওয়ায় অন্য ব্যাংকেও যাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ঈদের সময়ে অন্তত শাখাগুলো খোলা রাখা দরকার। যদিও এটি শুধু সরকারি ব্যাংকের চিত্রই নয়; বেসরকারি ব্যাংকগুলোরও একই অবস্থা।

রাজধানীর মহাখালীতে গিয়ে দেখা গেছে, সপ্তাহের প্রথম দিন হওয়া স্বত্তেও অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ। তাই বাধ্য হয়ে উত্তরা, বনানী ও গুলশানে যেতে হচ্ছে এখানকার গ্রাহকদের। রবিউজ্জামান নামের একজন গ্রাহক জানান, গ্রাহকদের ভীড়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন। সকাল ১০ টায় লাইনে দাড়িয়ে কার্যক্রম শেষ করতে পেরেছেন দেড়টার দিকে। রোজা রেখে তীব্র রোদের মধ্যে সাড়ে ৩ ঘণ্টা লাইনে দাড়িয়ে সেবা পেয়েছেন।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান ইনকিলাবকে বলেন, ব্যাংক সীমিত পরিসরে খোলা রাখা একটি ভুল সিদ্ধান্ত। এতে শুধু বর্তমান প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে দীর্ঘসূত্রীতাই নয়; গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। কারণ শাখা কম খোলা থাকায় সবাই নির্দিষ্ট শাখায় ভীড় করছে। এতে গ্রাহক ভোগান্তির পাশাপাশি করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। ব্যাংকের কর্মকতারা আগে থেকেই যথেষ্ট জায়গা নিয়ে বসেন। তাদের ব্যাকিং কার্যক্রম চালু রাখার সুযোগ আছে। যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের আগে অর্থনীতি সচলে এবং দেশের স্বার্থে সকল ব্যাংকের ব্রাঞ্চ খুলে দেওয়া দরকার বলে উল্লেখ করেন তিনি।

গ্রাহক ভোগান্তি এড়াতে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে জানতে মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। যদিও গত শুক্রবার ইনকিলাবকে বলেন, সরকার লকডাউন ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করেছে। তাই এখনও আগের ধারায়ই কিছুটা সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু আছে। গ্রাহকদে স্বার্থে ইতোমধ্যে ধাপে ধাপে লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে সমস্ত ব্যাংক খোলা রাখার মত পরিবেশ এখনও মনে করছি না।

বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ইনকিলাবকে বলেন, ঈদ কেন্দ্রিক যেখানে দরকার সেখানে শাখা খোলা রাখার জন্য বলা হয়েছে ব্যাংকগুলোকে।

রাষ্ট্রায়ত্ত্ব অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম ইনকিলাবকে বলেন, যেখানে গ্রাহকের চাহিদা বেশি সেখানে খুলে দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে খুলতে অসুবিধা নেই বলে উল্লেখ করেন তিনি।



 

Show all comments
  • Rezaul Karim Rasel ১৮ মে, ২০২০, ১:০৯ এএম says : 0
    ব্যাংক লোক ৬৫% প্রণোদনা প্যাকেজ আর স্বাস্থ্যসেবা খাতে ০% হায় আল্লাহ
    Total Reply(0) Reply
  • Aksho Kuri Zanata ১৮ মে, ২০২০, ১:০৯ এএম says : 0
    জনগণের টাকা ব্যাংকে গচ্ছিত আছে বলেই ব্যাংক টিকে আছে, আর ব্যাংক টিকে আছে বলেই আপনারাও টিকে আছেন, সো পরিস্থিতি যাহাই হোক গ্রাহকদের সাথে একটু ভাল ব্যবহার করার চেষ্টা করুন!
    Total Reply(0) Reply
  • Shopno Mehedi Hasan ১৮ মে, ২০২০, ১:০৯ এএম says : 0
    সিমিত আকারে কাজ করছে তাও করতে চায়না। মানুষ শুধু সুখ খোজে তবে যারা বাহিরে থাকে টাকা পাঠাচ্ছে তাদের তো পরিবার আছে। তাছাড়া সবাই তো বাড়িতে টাকা রাখে না।
    Total Reply(0) Reply
  • Kabir Chowdhury ১৮ মে, ২০২০, ১:১০ এএম says : 0
    কিসের বিপাক, সবারই জান আছে এবং আছে জানের পতি মায়া।আরও সিমিত করা উচিৎ।
    Total Reply(0) Reply
  • Mohammad Nur ১৮ মে, ২০২০, ১:১০ এএম says : 0
    Open bank every week 5day .every day 4to 5 horse. Then you can make social distance.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ