প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ের পাশপাশি তার আরও একটি পরিচয় আছে, যেটি ইতোমধ্যে সবারই জানা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন তৃণমূলের সাংসদ তিনি। করোনা মোকাবিলায় সাংসদ তহবিলের সমস্ত অর্থই খরচ করবেন নায়ক। সম্প্রতি এমনটি নিশ্চিত করেছেন তিনি।
এ প্রসঙ্গে দেব জানিয়েছেন, এই মুহূর্তে তার তহবিলে এক কোটি টাকা রয়েছে। এছাড়াও যে অর্থ পাবেন তার সবটাই স্বাস্থ্যখাতে খরচ করবেন। এছাড়াও অভিবাসী শ্রমিকদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সাংসদ দেবের কথায়, এভাবে চলতে থাকলে যত মানুষ করোনায় আক্রান্ত হবে, তার চেয়ে বেশি শ্রমিক বন্ধুরা নিজ বাড়িতে পৌঁছানোর আগেই প্রাণ হারাবে। তাদেরকে সহায়তার জন্য প্রণোদনা প্যাকেজের সমালোচনাও করেছেন তিনি।
ক্ষুদ্র অনুজীব কভিড-১৯ এর বিরুদ্ধে লড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবাদান করছেন তাঁরা। অন্যদিকে কলকাতার বেসরকারি হাসপাতালের নার্সদের একাংশের রাজ্য ছেড়ে চলে যাওয়ায় বেশি চিন্তিত সাংসদ দেব।
স্বাস্থ্যকর্মীদের রাজ্য ছেড়ে চলে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে দেব বলেন, এই বিপদের সময়ে আপনারা (স্বাস্থ্যকর্মী) রাজ্য ছেড়ে চলে যাবেন না। আপনাদের হাতজোড় করে অনুরোধ করছি নিজের দায়িত্বে অটল থাকুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।