Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাবা-ছেলেসহ করোনায় আক্রান্ত আরও ৮

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ৭:৫৮ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাবা-ছেলেসহ নতুন করে আরও ৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে একই পরিবারের রয়েছেন দুই জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৭জন।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪, চাটখিলে ২ ও সোনাইমুড়ীতে ২জন রয়েছেন। করোনা মুক্ত হয়েছেন, সোনাইমুড়ীতে ১, বেগমগঞ্জে ৪, সদরে ২ ও চাটখিল উপজেলায় ৪জন। জেলায় মোট আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১২জন। মারা গেছেন ৪জন।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন বলেন, নতুন করে উপজেলায় আরও ২জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ফখরুল ইসলাম বাচ্চু নামের একজন মারা যাওয়ার পরে করোনা শনাক্ত হয়েছে। অপর একজন কমিউনিটি ক্লিনিকের হেলথ্ ফোভাইডর হিসেবে কর্মরত আছেন। উপজেলায় এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৩জন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ জানান, উপজেলায় নতুন করে আরও ২জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা চাটখিল পৌরসভার বাসিন্দা। তারা দুইজন সম্পর্কে বাবা ও ছেলে। উপজেলায় মোট আক্রান্ত ১৩জন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিম জানান, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও জনতা ব্যাংকের সিকিউরিটি গার্ডের স্ত্রী, ছেলের বউ ও তার বাসার একজন ভাড়াটিয়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তারা জনতা ব্যাংকের ওই কর্মচারীর সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছেন। অপর একজন যুবক মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি তার পরিবারের একজন রোগী নিয়ে ঢাকার একটি হাসপাতালে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে ওই হাসপাতাল থেকে সে সংক্রমিত হয়েছেন। তার শরীরের করোনা উপসর্গ রয়েছে। নতুন করে আক্রান্ত যুবকের বাড়ী লকডাউন করা হবে। আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭জন। যার মধ্যে জেলার বেগমগঞ্জে ৬১জন, সদরে ১৬জন, কবিরহাটে ১২, চাটখিলে ১৩, সোনাইমুড়ীতে ১৩জন, হাতিয়ায় ৫জন, সেনবাগে ১জন, কোম্পানীগঞ্জ ৫ ও সুবর্ণচর উপজেলায় ১জন রয়েছেন। এদের মধ্যে মারা গেছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী ও সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ