প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লকডাউনের দিনে ভালোবাসার গল্প নিয়ে হাজির হলেন নির্মাতা রায়হান রাফি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সংগীতশিল্পী তাহসান খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এটি মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার নাম রাখা হয়েছে ‘কানেকশন’।
তাহসান খানের ভাবনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মাসুদ উল হাসান ও নির্মাতা নিজেই। সংলাপ লিখেছেন বুলবুল আহমেদ।
এ প্রসঙ্গে নির্মাতা রাফি জানান, নিজ নিজ বাসায় অবস্থান করে তারা শুটিংয়ে অংশ নিয়েছেন। এছাড়াও তাদের দু´জনের বাসায় আমার আগে থেকেই যাওয়া আসা ছিলো। সে কারণে ভিডিও কলে তাদেরকে ফ্রেম বুঝিয়ে দিতে সুবিধা হয়েছে। এমন দিনে দর্শকরা ভিন্ন একটি গল্পের ছোয়া পাবে।
তিনি আরো বলেন, কাজটি শেষ করতে প্রায় ৪ দিন সময়ে লেগেছে। ‘কানেকশন’র ব্যাপ্তিকাল সর্বোচ্চ ২০ মিনিটে দাঁড়াবে। এছাড়াও পুরো কাজ শেষে যদি কোনো গান রাখার প্রয়োজন হয় তাহলে সেটিও করা হবে। ছবিটির সংগীত পরিচালনা করবেন তাহসান ভাই।
জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে আসছে ঈদের দু´দিন আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানেকশন’ অনলাইনে অবমুক্ত করা হবে। এটি চিত্রতারকা মিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।