Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে ফেনী থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসসহ চালক আটক

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ৩:২৫ পিএম

ইন্দুরকানীতে ফেনী থেকে আসা যাত্রীবাহি মাইক্রোবাস সহ চালক আটক করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে চালক সহ মাইক্রোসবাসটি আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী থানায় জানালে মাইক্রোবাস সহ চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসা হয়। করোনাভাইরাসের কারনে এক এলাকা থেকে অন্য এলাকার যাতায়াত নিষেধাজ্ঞা সত্বেও এই এলাকায় বিভিন্ন ভাবে মাইক্রোবাস যোগে ঢাকা,নারায়নগঞ্জ,ফেনীসহ বিভিন্ন জায়গা থেকে লোক আসা যাওয়া করে থাকে। সরকারী ভাবে নিষেধাজ্ঞা থাকার পরেও দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহন অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, মাইক্রোসবাসটির গতিবিধি সন্দেহজনক দেখে এলাকাবাসী থানায় জানালে থানা পুলিশ মাইক্রোবাস ঢাকা মেট্রো চ ১৬-০০৭৩ চালক সহ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ